ইছামতি মনছুর শাহ মাজার কেরানীহাট হইতে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামে এই মাজার শরীফ অবস্থিত। কেরানীহাট হইতে সি.এনজি, অটো রিক্সা যোগে এই মাজার শরীফে যাওয়া যায়।
বিস্তারিত
এই মাজার শরীফে প্রতি বছর ১ বার ওরস হয়ে থাকে। ঐ ওরসে হাজার হাজার মানুষের উপস্থিতিতে কাউয়ালীগান ও বিভিন্ন ফাতিহা, কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে এই ওরস শেষ হয়।